Picoworkers কি? [বাংলা A to Z]


Picoworkers হচ্ছে একটি মাইক্রোজব ওয়েবসাইট। মাইক্রোজব বলতে বোঝায় ছোট ছোট কাজ করে টাকা ইনাকাম করা, এটাকে ছোট ফ্রিলান্সিংও বলা যায়। ফ্রিলান্সিং কিভাবে বলা জায় সেটাও বলতেছি, যারা জানেন ফ্রিলান্সিং কি তারা বুঝতে পারছেন, ফ্রিলান্সিং মার্কেটপ্লেসে কাজের বিনিময় $ দিয়ে থাকেন বায়ার রা তেমনি এই Picoworkers এ ও কাজের জন্য $ প্রদান করে থাকেন এম্প্লয়াররা। কিন্তু ফ্রিলান্সিং মার্কেটপ্লেসে বড় বড় কাজ যেমন, ওয়েব ডিজাইন/ওয়েব ডেভেলপমেন্ট/গ্রাফিক ডিজাইন করতে হয় আর অন্যদিকে Picoworkers এ ছোট ছোট কাজ যেমন, কারো রেফারেন্স এ কোনো ওয়েবসাইট এ রেজিস্টার হউয়া, কারো ফেসবুকে পোস্টে লাইক করা / কমেন্ট করা, টুইটারে ফলো, ইন্সাগ্রামে ফলো করা, ওয়েবসাইট ভিজিট করা, ইউটিউব চ্যানেল subscribe করা, ভিডিও দেখা, লাইক করা, ভালো কমেন্ট করা, Android অ্যাপ টেস্টিং করা, ইমেইল আইডি তৈরি করা ইত্যাদি।


এই কাজের বিনিময় আপনি সর্বনিম্ন ০.০২$ থেকে সর্বোচ্চ ২.৫০$ বা তারও বেশি পেতে পারেক এক একটি কাজে। যদি আপনি ফ্রিলান্সিং করতে চান তবে এটা থেকে শুরু করতে পারেন, কারণ এই কাজে যদি সফল হন তাহলে আপনি ভবিষ্যতে ফ্রিলান্সিং এ সফল হতে পারবেন।

এখন কথায় আসি এই সাইট থেকে কিভাবে আপনি আপনার ইনকাম করা ডলার গুলো আপনা পকেটে নেবেন। ভাই একটা কথা, ডলার গুলো নিতে পারবেন না কিন্তু ডলার গুলো আমার কাছে বিক্রি করে আপনি বিকাশে টাকা নিতে পারবেন।(একটু মজা করলাম ভাই)


এই সাইট থেকে পেমেন্ট নিতে হলে আপনাকে মিনিমাম ৫.৪০$ ইনাকম করতে হবে এবং এখান থেকে আপনারা LTC(Coinbase)/Paypal/Skrill এ পেমেন্ট নিতে পারবেন এবং ১০ দিনের ভিতর আপনারা আপনাদের পেমেন্ট পেয়ে যাবেন কিন্তু ১০ দিন লাগে না পেমেন্ট পেতে, ২/৩ দিন এর মতন লাগে। আজকাল যারা অনলাইন থেকে ইনকাম করেন তাদের সবার কয়েনবেস অ্যাকাউন্ট থাকে।

যদি আপনারা কেউ কাজ করতে চান তবে তাড়াতাড়ি account করে নিন।।

[Picoworkers এ Account করার নিয়ম]

Picoworkers Join Link- Join Now 
[Join Now এর উপর ক্লিক করুন]

এই Link থেকে যে যে জয়েন করবেন তারা স্পেশাল হেল্প পাবেন ধন্যবাদ।।

Post a Comment

0 Comments